বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ(শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে ভারতের গৌহাটিতে অনুশীলনও করেছে টাইগাররা। এসময় বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিকেটাররা। এদিকে, দলের সঙ্গে যোগ দিয়েছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টসে।
এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্সে ছিল হতাশাজনক। তবে, সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় টাইগাররা। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে লিটন কুমার দাসরা।
আরও খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জন্যই বেশি হতাশার, কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা। এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে।
যদিও প্রস্তুতি ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে শুক্রবার শ্রীলংকা এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেরিত এক ভিডিওতে দেখা গেছে অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায় না।
তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বপূর্ণ একটা ইভেন্টের আগে অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখবে।