• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৮:১৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের
গোল করার পর উচ্ছ্বসিত মালয়েশিয়ার ফুটবলার। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপে বাংলাদেশের যাত্রা সুখকর হয়নি।  গ্রুপের প্রথম ম্যাচে হারই সঙ্গী হল বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে তারা হারে ২-০ গোলে।

বুধবার (২১ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়ার সঙ্গে দারুণ খেলতে থাকে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। এরপর মালয়েশিয়ার আক্রমনভাগের সামনে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয় বাংলাদেশকে। বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমানভাগের ব্যর্থতায় কোন দলই গোলের দেখা পায়নি। ফলে গোল শূণ্য শেষ হয় প্রথমার্ধ।

 বল দখলের লড়াইয়ে বাংলাদেশের ফুটবলার। ছবি : সংগৃহীত

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রাটা বাড়ায় মালয়েশিয়া। আধিপত্র বিস্তার করে খেলতে থাকা মালয়েশিয়া অবশ্য গোল পাচ্ছিল না। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে আসে কাঙ্খিত গোল। বক্সের বাইরে থেকে আলিফ ইজওয়ানের জোরালো শট জড়ায় জালে।

পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। উল্টো ইনজুরি সময়ে আরো একটি গোল হজম করে বাংলাদেশ। বক্সের মধ্যে আড়াআড়ি শটে ফার্গুস ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। গ্রুপে দ্বিতীয় ম্যাচে ৯ সেপ্টেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Link copied!