• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

‘১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০২:৪৬ পিএম
‘১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের’
মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানে হেরে কোনো জয় ছাড়াই শেষ হলো টাইগারদের সুপার এইট পর্ব। অথচ নিদিষ্ট সমীকরণে জিততে পারলে টাইগাররা প্রথম বারের মতো খেলতে পারতো সেমিফাইনালে।

বাংলাদেশের এমন হারের পর নিজের অভিমত ব্যক্ত করেছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল, দর্শকরা সেটিকে সহজভাবে নিতো।’ 

মাশরাফি আরও লেখেন, ‘এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইনশা আল্লাহ।’

সমীকরণ মিলিয়ে শেষ চার নিশ্চিতের লক্ষ্যে শুরুতে আশা দেখিয়েছিলেন টাইগার বোলাররা। ১১৫ রানেই রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো নাজমুল হোসেন শান্তদের।

সমীকরণ মেলানো তো হয়নি, বরং বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১০৫ রানে। ৪৯ বলে ৫৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিটন দাস। বাকি ব্যাটারদের কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। এ নিয়ে মাশরাফি বলেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নিরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়ায় যে স্রেফ ম্যাচটা জিতি।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ম্যাশ। তিনি বলেন, অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।

Link copied!