• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
নারী এশিয়া কাপ

শিরোপা ধরে রাখার মিশনে সিলেটে বাংলাদেশ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৬:২৭ পিএম
শিরোপা ধরে রাখার মিশনে সিলেটে বাংলাদেশ

চার বছর পর মাঠে গড়াবে মেয়েদের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। চলতি বছরের ১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এশিয়ার ৭ দেশ।

টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ দল। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তারা। বেলা ১১টায় মালয়েশিয়া ও ১১টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল সিলেটে এসে পৌঁছায়।

একইদিনে সিলেটে এসে পৌঁছেছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। বুধবার বিকেল সাড়ে ৩টায় সিলেটে পৌঁছান তারা। বুধবারই অংশগ্রহণকারী বাকি তিন দলের সিলেটে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দেব দাস।

তিনি বলেন, “ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কা দল এখনও সিলেটে এসে পৌঁছায়নি। তারা আজ (বুধবার) রাতের মধ্যে সিলেটে পৌঁছাবে।”

এশিয়া কাপকে সামনে রেখে পুরো টুর্নামেন্টের সংস্কারকাজ সম্পন্ন করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি বলেন, “এশিয়া কাপকে ঘিরে সংস্কারকাজসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠ পুরোপুরি প্রস্তুত। এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে টিকিট লাগবে না। দীর্ঘদিন পর সবাই স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবে।”

এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি আউটার স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে ম্যাচ। মোট ২৪ ম্যাচের ৯টি হবে আউটার স্টেডিয়ামে আয়োজিত হবে। বাকি ১৫টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Link copied!