নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ রান করে আউট হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এর মধ্যেই একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেছেন বাবর। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলার পাশাপাশি যা যৌথভাবে সবচেয়ে দ্রুততম। ১২৩ ইনিংসে এই কীর্তি ছুঁয়েছেন তারা।
৬ হাজার রানে যৌথভাবে দ্রুততম হলেও ৫ হাজার রানের মাইলফলকে এককভাবে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার ছিলেন বাবর আজম। মাত্র ৯৭ ইনিংসে সেই কীর্তি স্পর্শ করেছিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করলেন বাবর। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১১ হাজার ৭০১ রান ইনজামাম-উল-হকের। এরপরই আছেন মোহাম্মদ ইউসুফ (৯ হাজার ৫৫৪) এবং সাঈদ আনোয়ার (৮ হাজার ৮২৪)।
ওয়ানডেতে দ্রুততম ৬ হাজার রান
বাবর আজম (পাকিস্তান) : ১২৩ ইনিংস
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) : ১২৩ ইনিংস
বিরাট কোহলি (ভারত) : ১৩৬ ইনিংস
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) : ১৩৯ ইনিংস
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ১৩৯ ইনিংস
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































