• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

অর্ধযুগ পর ফিরে জয় আর্সেনালের, জিতেছে রিয়ালও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:৩৬ পিএম
অর্ধযুগ পর ফিরে জয় আর্সেনালের, জিতেছে রিয়ালও
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ছয় মৌসুম পর ফিরেছে ইংলিশ লিগের ক্লাব আর্সেনাল। অন্যদিকে তাদের প্রতিপক্ষ পিএসভি আইন্দহফেনেরাও চ্যাম্পিয়ন লিগে ফিরেছে ৪ বছরপর। তাই দুই দলের জন্যই ম্যাচটা ছিল চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের। এমন ফিরে আসার ম্যাচে আর্সেনাল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আইন্দহফেনেরাকে। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে জুড বেলিংহামের শেষমূহুর্তের গোলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল মাদ্রিদ।

আর্সেনালের প্রত্যাবর্তনের ৪-০ ব্যবধানের জয়ের ম্যাচে দলের হয়ে গোল করেছেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড। একই গ্রুপের অপর ম্যাচে সেভিয়া-লাঁস ১-১ ড্র করায় প্রথম ম্যাচের পরই ‘বি’ গ্রুপের শীর্ষে গানাররা।

এমিরেটসে আর্সেনাল ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রথমার্ধেই। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নিয়ে যান সাকা। এর ১২ মিনিট পর সাকার সাহায্যে আর্সেনালকে দ্বিতীয় গোল এনে দেন ট্রোসার্ড। আর ৩৮ মিনিটে ট্রোসার্ডের অ্যাসিস্টে তৃতীয় গোল এনে দেন জেসুস। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় পিএসভি আইন্দহফেনেরা। এরপর দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথম হাফের মতো বেশি গোল হয়নি। শেষ হাফে গানাররা করেছে মাত্র এক গোল। ম্যাচের ৭০ মিনিটে যেটি আসে অধিনায়ক ওডেগার্ডের পা থেকে। এরপর বাকি সময়টুকু দুই দলের কেউ স্কোরলাইনে নাম তুলতে না পারলে ৪-০তেই খেলা শেষ হয়।

চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন এক ম্যাচে রিয়াল মাদ্রিদে মুখোমুখি হয় ইউনিয়ন বার্লিন। এদিন ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণান্ত হয়ে উঠে রিয়াল। ম্যাচজুড়ে ৩২টা শট নেয় তারা। যেখানে অনটার্গেট শট ছিল ৭টি। এর মধ্যে মাত্র একটিই জালে গিয়ে ভিড়েছে।  

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও ওপর দিয়ে উড়িয়ে মারে রদ্রিগো, হোসেলুরা। বিরতির পর দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। ৫২ মিনিটে কামাভিঙ্গার কাটব্যাক থেকে বল নিয়ে শট নেন হোসেলু। প্রতিপক্ষ গোলরক্ষক সেটি ঠিকঠাক ঠেকাতে না পারলেও এক ডিফেন্ডার হেডে বল বাইরে পাঠিয়ে দেন।

ম্যাচের ৮২ মিনিটে রদ্রিগোর দারুণ এক ক্রস পেয়েও কাজে লাগাতে পারেননি হোসেলু। এই স্ট্রাইকার বল স্পর্শ করতে দেরি করায় প্রতিপক্ষ গোলরক্ষক এসে তালুবন্দি করে নেয়। নির্ধারিত সময় শেষে সবাই ধরেই নিয়েছিল গোলশূন্য ড্র’তেই ম্যাচ শেষ হচ্ছে। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। ফেদে ভালভার্দের শট ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি রনো। সুযোগ পেয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন ইংলিশ এই তরুণ ফরোয়ার্ড। এতেই ঘরের মাঠে বেলিংহামের শেষমূহুর্তের গোল হাঁফ ছেড়ে বাঁচেন মাদ্রিদ জায়ান্টরা।  

এ দিকে ‘সি’ গ্রুপের খেলায় রিয়ালের জয়ের পর নাপোলিও জয় পেয়েছে। ব্রাগাকে ২-১ ব্যবধানে হারিয়েছে নাপোলি। তবে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্সআপ ইন্টার মিলান প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে।‘ডি’ গ্রুপের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি।

Link copied!