• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬
কোপা আমেরিকা

দর্শকদের বিশৃঙ্খলায় আর্জেন্টিনা- কলম্বিয়া ফাইনালে বিলম্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৭:০৫ এএম
দর্শকদের বিশৃঙ্খলায় আর্জেন্টিনা- কলম্বিয়া ফাইনালে বিলম্ব
ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামের গেটের বাইরে দর্শকদের বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকা ফুটবল আসরের ফাইনাল ম্যাচ এক ঘণ্টা ২২ মিনিট দেরিতে সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয় খেলা। 

সোমবার ভোর ৬টায় শুরুর কথা থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার ফাইনাল সঠিক সময়ে শুরু করতে পারেনি আয়োজকরা। বেশ কয়েক হাজার দর্শক বিনা টিকিটে স্টেডিয়ামের ভেতরে প্রবেশের চেষ্টা করলেই ঝামেলা সৃষ্টি হয়। পরে সব কিছু স্বাভাবিক হলে ফাইনাল মাঠে গড়ায়। ফাইনালে ১-০ গোলে জিতে শিরোপা লাভ করে আর্জেন্টিনা। 

Link copied!