কয়েকদিন আগে আর্জেন্টিনা দলের সঙ্গে সার্জিও আগুয়েরো একটি ভিডিও কলের অংশবিশেষ ভাইরাল হয়েছিল। যেখানে আগুয়েরো মেসিকে জিজ্ঞাসা করেছিল, তুমি এখন কোথায়? উত্তরে মেসি বলেছিলেন, ‘আমাদের রুমে।’
দুজনে যখন একসাথে জাতীয় দলে খেলতেন, একই রুমে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে বাধ্য হয়ে অবসর না নিলে কাতার বিশ্বকাপেও একই রুমে থাকতেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো।
আগুয়েরো শুধু মেসির সতীর্থ নয়, প্রিয় বন্ধুও বটে। তাই এবারের বিশ্বকাপে আগুয়েরো না থাকায় রুমে একাই থাকছেন মেসি। তবে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে প্রিয় রুমমেট ও বন্ধুকে ফিরে পাচ্ছেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন আগুয়েরো। ফাইনালে থাকবেন পরামর্শক হিসেবে। আর স্বাভাবিকভাবেই তার থাকার বন্দোবস্ত হয়েছে মেসির রুমে।
যদিও আগুয়েরো বিশ্বকাপের শুরু থেকেই কাতারে রয়েছেন। কিন্তু দূর থেকে এতদিন দলকে উজ্জীবিত করছিলেন তিনি। এবার সরাসরি ডাগআউটে বসেই দলকে যে কোনো পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন।
রোববার (১৮ ডিসেম্বর) চলতি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।