• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

৯ ইনিংস পর ফিফটি করে তামিম আউট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৬:২৯ পিএম
৯ ইনিংস পর ফিফটি করে তামিম আউট

শেষ ৯ ইনিংসে তামিম ইকবালের ব্যাট থেকে ফিফটি আসেনি। নিন্দুকের সমালোচনা জুটেছে তার। অনেকেই তো বলেই বসেন বাংলাদেশে তামিমের অবদান কেবল অধিনায়কত্বে।

অবশেষ ৯ ইনিংস পর তামিমের ব্যাট পেয়েছে ফিফটির দেখা। আইরিশদের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে ৬১ বলে ফিফটির দেখা পেয়েছেন তামিম। ওয়ানডে সংস্করণে এটা তার ৫৬তম ফিফটি।

তবে ফিফটি করার পর এই ওপেনার বেশিক্ষণ স্থায়ী হননি। ৮২ বলে ৬৯ রানে জর্জ ডকরেলের বলে উইল ইয়ংকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে দীর্ঘ সময় পর তামিম তার ছন্দে ফিরেছেন, এটাই স্বস্তির খবর। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান নিয়ে ব্যাট করছে।

Link copied!