• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

টি-টেন লিগের ড্রাফটে আফিফ হোসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:১৯ পিএম
টি-টেন লিগের ড্রাফটে আফিফ হোসেন

বাংলাদেশের তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুব আবু ধাবিতে সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে আফিফের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

প্লেয়ার্স ড্রাফটস আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এই টাইগার তরুণ ব্যাটার আগেও টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন এবং একই সঙ্গে দলের আইকন ক্রিকেটার হিসেবেও ছিলেন। আফিফের পাশাপাশি এর আগে ড্রাফটে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল ও বোলার মোস্তাফিজুর রহমানও নাম লিখিয়েছেন।

বাংলাদেশ দলের অলরাউন্ডার ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আগেই বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাকে আসরের আইকন খেলোয়াড়ও মনোনীত করা হয়েছে।

আফিফ ছাড়াও সর্বশেষ প্রকাশিত ড্রাফটে নাম আছে পাথুম নিশাঙ্কা, দিলশান মাদুশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ফজল হক ফারুকি, জরডান কক্স, হ্যারি টেক্টর ও ইজহারুল হক নাভিদের।

টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে ২৩ নভেম্বর। ৪ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হবে।

প্রতিযোগিতায় মোট দল ছয়টি। লিগে বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েট। বাকি দলগুলো হলো দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

Link copied!