কাতার বিশ্বকাপ

শুরুর একাদশে নেমেই ‘রেকর্ডময়’ হ্যাটট্রিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৩:৩৭ এএম
শুরুর একাদশে নেমেই ‘রেকর্ডময়’ হ্যাটট্রিক

আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন গনসালো রামোস। এই বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে করেছেন হ্যাটট্রিক। এটা শুধু হ্যাটট্রিক নয়, বলা যায় রেকর্ডময় হ্যাটট্রিক।

চতুর্থ পর্তুগিজ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন ২১ বছর বয়সী রামোস। নক আউট পর্ব বিবেচনায় পর্তুগিজদের জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক। ১৯৬৬ সালের কোয়ার্টার-ফাইনালে উত্তর কোরিয়ার বিপক্ষে ৪ গোল করেছিলেন কিংবদন্তি ইউসেবিও।

শুধু তাই নয়, বয়সের দিক থেকেও ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রামোস। ২৪ বছর ১৭৯ দিন বয়সে উত্তর কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইউসেবিও। রামোস যেদিন সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করলেন সেদিন তার বয়স ২১ বছর ১৬৯ দিন।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন রামোস। ২০০২ সালে বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছিলেন ক্লোসা। দুই দশক পর ওই তালিকায় এলো গনসালো রামোসের নাম।

৩২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে কেউ হ্যাটট্রিক করলেন। সবশেষ ১৯৯০ আসরে শেষ ষোলোয় কোস্টারিকার জালে তিনবার বল পাঠিয়েছিলেন চেকোস্লোভাকিয়ার স্কুরাভি।

Link copied!