• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শান্তর ব্যাটে আগাচ্ছে বাংলাদেশ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০২:১৭ পিএম
শান্তর ব্যাটে আগাচ্ছে বাংলাদেশ 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমেই দলীয় ৫ রানের মাথায়ই দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে বাংলাদেশ। 

৩৪* রানে ব্যাট করছেন নাজমুল হাসান শান্ত। আর অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাট করছেন ২* রানে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৬৪ রান। 

এর আগে প্রথম ওভারের পঞ্চম বলে শাহীন আফ্রিদির এলবিডাব্লুর শিকার হয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান (০)। অন্যদিকে দ্বিতীয় ওভারে শেষ বলে মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাইম (২)।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বাংলাদেশ। অন্যদিকে হাসান আলীকে বিশ্রামে দিয়ে শাহীন আফ্রিদিকে একাদশে নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন আফ্রিদি।

Link copied!