• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

১২৫ রানের লক্ষ্য পেল কিউইরা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৫:৪০ পিএম
১২৫ রানের লক্ষ্য পেল কিউইরা 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচে আফগানরা জিতলে বাড়ির পথ ধরতে হবে কিউইওদের। আর কিউইরা জিতলে বাড়ির পথ ধরতে হবে আফগানিস্তান ও ভারতকে। এমন সমীকরণকে সামনে রেখে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। প্রথমে ব্যাট করে নাজিবুল্লাহ জাদরানের ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন নাজিবুল্লাহ জাদরান। 

ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি আফগানদের। শুরুতেই কিইউ বোলারদের দাপড়ে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। দলীয় ৮ রানে ১১ বলে ৪ রান করে ফিরেন মোহাম্মদ শাহজাদ। তার উইকেট তুলে নেন অ্যাডাম মিলনে। এরপরের ওভারেই ফিরেন আরেক ওপেনার হজরাতুল্লাহ জাজাই। বোল্টের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪ বলে ২ রান করেন তিনি। রহমানুল্লাহ গুরবাজ শিকার হন সাউদির। তার ব্যাট থেকে আসে ৬ রান। 

এরপর দলের হাল ধরেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান। দুইজনের ৩৭ রানের জুটিতে রানের গতি চলমান রাখেন। কিন্তু স্পিনার ঈশ সোধি এসে তুলে নেন নাইবকে। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৫ রান। 

নাজিবুল্লাহ জাদরান একপাশ আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন। তার সঙ্গী হন অধিনায়ক মোহাম্মদ নাবী। সাউদির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেন নাবী। ২০ বলে ১৪ রান করতে পারেন তিনি। 

নাবীর পর অবশ্য নাজিবুল্লাহ জাদরানও টিকেননি। বোল্টের বলে জিমি নিশামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তবে তার আগে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি। তার এ রান আসে ৩টি ছয় ও ৬টি চারের মাধ্যমে মাত্র ৪৮ বলে। 

এরপর আসা যাওয়ার মিছিলে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করতে আফগানিস্তান। 

নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নিয়েছেন বোল্ট। দুই উইকেট শিকার করেছেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি। 

Link copied!