• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

১০ অক্টোবর মাঠে গড়াচ্ছে এনসিএল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৪:১৬ পিএম
১০ অক্টোবর মাঠে গড়াচ্ছে এনসিএল

শুরু হতে যাচ্ছে প্রথম শ্রেনীর ঘরোয়া ক্রিকেটের জাঁকজমক লিগ এনসিএল। 

অক্টোবর মাসের ১০ তারিখ পর্দা উঠতে পারে জাতীয় এ ক্রিকেট লিগের। বাংলাদেশ বিসিবির টেকনিক্যাল কমিটি ২০২২-২৩ সালের মৌসুম ঠিক করতে আজ (শনিবার) বৈঠক করবে। 

এবারের আসরকে ঘিরে লম্বা পরিকল্পনা নিয়েছে বিসিবি। এ নিয়ে বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মৌসুম শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং দিয়ে।

পহেলা সেপ্টেম্বর থেকে তিন সপ্তাহ হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস পরীক্ষা হবে ২৫ সেপ্টেম্বর। এরপর দুই সপ্তাহের স্কিল ট্রেনিংয়ের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

পুরোপুরি ফিট খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে লিগে খেলার।

Link copied!