হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে হিট আউটের শিকার অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এ আউটের মাধ্যমে যৌথভাবে সর্বোচ্চ হিট আউটের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে আসেন ব্রেন্ডন টেইলর। ঘটনাটি ঘটে বাংলাদেশি পেসার শরীফুল ইসলামের করা ২৫তম ওভারে। এর আগে একবার হিট আউট থেকে বেঁচে গেলেও এবার আর বাঁচতে পারেননি। শরীফুলের শর্ট বল আপারকাট করতে গিয়ে ব্যাটটা ঘুরিয়ে এনেছিলেন পেছনের দিকে। এরপর টিভি রিপ্লেতে দেখা গিয়েছিল স্টাম্পের বেল পড়ে গিয়েছে। ফলে বাধ্য হয়ে ৫৭ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরতে হয় দলটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টেইলরকে।
এ আউটের মাধ্যমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের আউট হওয়ার সংখ্যা দাঁড়াল ১১, যা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোনো নির্দিষ্ট দলের সর্বোচ্চ। টেইলরসহ বাংলাদেশের বিপক্ষে হিট আউট হয়েছেন চারজন ব্যাটসম্যান।
এ নিয়ে ওয়ানডে ইতিহাসে ৭১ বারের মতো এমন ঘটনা ঘটল। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১১ বার জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা এমন অদ্ভুত আউট হয়েছে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে এমন আউট হয়েছেন কেবল একজন। ১১৯৭ সালে কেনিয়ার বিপক্ষে হিট আউট হন শেখ সালাউদ্দিন।