হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। পরে লাহোরের একটি হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে তার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, তিন দিন ধরে বুকে ব্যথায় ভুগছিলেন ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। প্রাথমিক পরীক্ষায় কিছু ধরা না পড়লেও পরে জানা যায় হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন ৫১ বছর বয়সী ইনজামাম। বর্তমানে সুস্থ আছেন তিনি। রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।
পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ওয়ানডেতে দেশটির হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ৩৭৫ ওয়ানডেতে তার রান ১১৭০১। এছাড়া ১১৯ টেস্টে তিনি করেছেন ৮৮২৯ রান, যা এই সংস্করণে দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান ইনজামাম। এরপর পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ও পরে পিসিবির প্রধান নির্বাচক (২০১৬-২০১৯) হিসেবেও কাজ করেন তিনি। এছাড়া আফগানিস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন ইনজামাম।