• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সিরিজের তৃতীয় ম্যাচে বৃষ্টির হানা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৬:২৫ পিএম
সিরিজের তৃতীয় ম্যাচে বৃষ্টির হানা 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। ফলে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও টস হতে দেরি হচ্ছে। 

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এখনো টসই হয়নি। বিকাল চারটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মিরপুরে।  

এখন পর্যন্ত উইকেট ও মাঠের কিছু অংশ কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ বিকেল থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হালকা বৃষ্টি হতে পারে।

শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়ায় ভালো বৃষ্টি হলেও ওভারে কমিয়ে ম্যাচ হতে পারে।

সিরিজের প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ৭ ও ৯ আগস্ট।


 
 

Link copied!