• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

‘সর্বকালের সেরা প্রমাণের জন্য ট্রফির প্রয়োজন নেই মেসির’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৩৭ পিএম
‘সর্বকালের সেরা প্রমাণের জন্য ট্রফির প্রয়োজন নেই মেসির’

নিওলেন মেসির অর্জনের খাতায় কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। ভক্ত, সমর্থক ও বিরোধীদের দেওয়া এ অপবাদ ঘোচানোর জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না মেসিকে। মেসি কি আবারও হতাশায় লুটিয়ে পড়বেন নাকি ট্রফির ভারে বুনো উল্লাস করবেন। মেসি নাকি সিলভা কে ট্রফি জিতে উল্লাসে মাতবেন তা দেখার জন্য বাংলাদেশিদের অপেক্ষা করতে হবে আগামীকাল রোববার সকাল পর্যন্ত।   

বার্সার হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতেন মেসি। আর্জেন্টিনার হয়ে তিন তিনটি ফাইনালে হেরে ট্রফি জিততে পারেননি মেসি। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার, কোপার ২০১৪, ২০১৫ আসরে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসির। আর্জেন্টিনাও ট্রফিহীন সুদীর্ঘ ২৮ বছর ধরে। ট্রফি খরা কাটাতে আবারও মেসির নেতৃত্বে মাঠে নামবে আর্জেন্টাইনরা। 

কোপার গত আসরে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেই ছিটকে পড়েছিল আর্জেন্টিনা। দলে মেসির মত সেরা খেলোয়াড় থাকায় ফাইনালে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা একটু বেশিই।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ নিওলেন স্কালোনি বলেন, “জয় বা পরাজয় যাই হোক না কেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার। এটা প্রমাণের জন্য তার কোন ট্রফির প্রয়োজন নেই।” 

বার্সা অধিনায়ক ৩৪ বছর বয়সী মেসির কোপা আমেরিকার হয়তো এটাই শেষ ম্যাচ হতে যাচ্ছে। 

এই ম্যাচকে অন্য দশটা ম্যাচের মতই দেখছেন কোচ। তা মতে, “এটা একটা ফাইনাল ম্যাচ। আমাকে ম্যাচের মতোই নিতে হবে পুরো বিষয়টাকে। ম্যাচ শেষ হলে আবার জীবন জীবনের মতো চলতে থাকবে।” 

ট্রফি জয়ের বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, “আমরা অবশ্যই ম্যাচটা জিততে চাই। আমরা আমাদের জন্য, আমাদের দেশের জন্য এবং এতদিন ধরে আমরা যারা একসঙ্গে আছি ও সুরক্ষা-বলয় না ভাঙার মনোযোগ ধরে রাখেছি, সবার জন্য আমরা ম্যাচটা জিততে চাই।”

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ফাইনালের এ মহারণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। বাংলাদেশ থেকে সনি নেটওয়ার্কে খেলা উপভোগ করা যাবে। 

Link copied!