• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

‘সম্মান’ থাকতেই আম্পায়ারিং ছাড়ছেন মনিরুজ্জামান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৪২ পিএম
‘সম্মান’ থাকতেই আম্পায়ারিং ছাড়ছেন মনিরুজ্জামান

সাকিব আল হাসান যেদিন আবাহনী লিমিটেডের বিপক্ষের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে নিয়ে স্ট্যাম্পে লাথি মারেন, সেদিন হতবাক হয়েছিলো ক্রিকেট ভক্তরা। পরে প্রাইম ব্যাংকের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের আবেদনে সাড়া না দেয়ায় মাহমুদউল্লাহর শিশুসুলভ গড়াগড়ি আবারও আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ করে। দ্বিতীয়োক্ত ম্যাচের টেলিভিশন আম্পায়ার খেলোয়াড়দের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মানহানির শঙ্কায় আম্পায়ারিং ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজকে। 

মনিরুজ্জামান একজন সাবেক খেলোয়াড় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত আম্পায়ার নন। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে তিনি ১৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। ম্যাচ পরিচালনার জন্য শুধুমাত্র আম্পায়ারদের জন্য বরাদ্দ ম্যাচ ফি পেতেন তিনি। মনিরুজ্জামান ক্রিকবাজকে বলেন, “সাকিবের ম্যাচে আমি ছিলাম না, কিন্তু তার আচরণ আমার জন্য মেনে নেয়া কষ্টকর। রিয়াদের ম্যাচে আমি ঘটনাটি কাছ থেকে দেখেছি। এটি আমাকে বাকরুদ্ধ করেছে। আমি আর আম্পায়ারিং করতে চাইনা। আমার সম্মান নিয়ে আমি বাঁচতে চাই।” 

গত ১১ জুনের কাণ্ডে তিন ম্যাচ নিষেধাজ্ঞার সাথে ৫ লক্ষ টাকা জরিমানা শাস্তি পান সাকিব। এরপর ২৩ জুনের কান্ডে আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভেঙে ২০ হাজার টাকা জরিমানার গুনতে হয়েছে রিয়াদকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!