• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

শেষ ১৬ নিশ্চিতে ক্রোয়েশিয়ার নায়ক মদ্রিচ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৪৯ পিএম
শেষ ১৬ নিশ্চিতে ক্রোয়েশিয়ার নায়ক মদ্রিচ 

গতকাল মঙ্গলবার রাতে ইউরোর ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিলো ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ড। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিকদের প্রবল আক্রমণ সামলে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে লুকা মদ্রিচের দল। ফলে বড় টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার অভিজ্ঞতা পেতে হলো স্কটল্যান্ডকে। 

ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়া দাপট দেখালেও সমানভাবে আক্রমণ করছিল স্কটল্যান্ড। ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের চে অ্যাডামস। তবে ট্যাপ ইন গোলটি হাতছাড়া করেন তিনি। নবম মিনিটেও তার নেয়া শট গোলপোস্ট থেকে একটু দূর দিয়ে চলে যায়। তবে ১৭ মিনিটে নিজেদের প্রথম শট থেকেই গোল আদায় করে নিয়েছে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিক ডি বক্সে নিকোলা ভ্লাসিচকে পাস দিলে তিনি গোল আদায় করেন। তবে বিরতির আগেই অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে রক্ষণভাগ হয়ে পাওয়া বলকে দূর থেকে জালে জড়ান কলাম ম্যাকগ্রেগর। ১-১ সমতায় শেষ হওয়া প্রথমার্ধ ভালো লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিলো। 

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে রবার্টসনের ভলি করা বল আয়ত্ত্বে নিতে পারেননি ম্যাকগিন। তিন মিনিট পরেই মাতেও কোভাশিচের কাছ থেকে পাওয়া বলকে দূর থেকেই শট নিয়ে জালে জড়ান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডফার এবং ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ। এই গোলের সময় তার বয়স ৩৫ বছর ২৮৬ দিন। উনার চেয়ে বেশি বয়সে এখন পর্যন্ত কোনো ক্রোয়েট গোল করেননি। ২০০৮ সালে নিজের ২২ বছর বয়সে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে দলটির সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনিই। ৭৭তম মিনিটে তার পাস থেকে পেরিসিচ হেড করেন, যা জালে জড়ালে শেষ পর্যন্ত ৩-১ গোল ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। 

ক্রোয়েশিয়ার জন্য শেষ ১৬ রাউন্ডে একমাত্র প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করবে ‘ই’ গ্রুপের রানার্স আপ দল। তবে গ্রুপ পর্ব কিছুটা স্বস্তি নিয়েই শেষ করলেন মদ্রিচরা।

Link copied!