• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

লিডসে যাচ্ছেন বার্সার ফিরপো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:২৩ পিএম
লিডসে যাচ্ছেন বার্সার ফিরপো

স্প্যানিশ ক্লাব বার্সোলোনার লেফট ব্যাক জুনিয়র ফিরপোর সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেডের চুক্তি সম্পন্ন হয়েছে। ১৩মিলিয়ন ইউরোর বিনিময়ে এ চুক্তি স্বাক্ষরিত হবে।

আগামী সপ্তাহে ফিরপোর মেডিকল সম্পন্ন হবে। দ্যা এথলেটিকের মতে, ফিরপো এখন ইংল্যান্ডে রয়েছেন এবং আগামী সপ্তাহেই তিনি লিডসের হয়ে স্বাক্ষ্রর করবেন।


বার্সার হয়ে ফিরপো ৪০ ম্যাচ খেলেছেন। ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করতে না পারায় ও লেফট ব্যাক পজিশনে জর্দি আলবার অসাধারণ পারফরম্যান্স করায় ক্লাব ছাড়তে হচ্ছে রিয়াল বেতিসের সাবেক এই খেলোয়াড়কে।

এদিকে মার্সেলো বিয়েলসার দল গত মৌসুমে প্রিমিয়ার লিগে স্থান করে নিয়েই অসাধারণ দক্ষতা দেখিয়েছে। ফিরপোর মত খেলোয়াড়কে দলে নিয়ে দল ভারী করছে লিডস যাতে তারা শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পারে।

 বার্সায় হতাশাজনক পারফরম্যান্স করা ফিরপো কি পারবে লিডস ভক্তদের আনন্দঘন সময় উপহার দিতে?

Link copied!