ক্রিকেটে আফগানিস্তান চমক দেখাচ্ছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স ছিল তাদের। শুধু সিনিয়র দল নয়, জুনিয়ররাও চমক দেখাতে হাঁটছেন বড়দের দেখানো পথে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে আফগানিস্তান।
যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তানে-শ্রীলঙ্কা। মাত্র ১৩৪ রানের পুঁজি নিয়েও লঙ্কানদের এই ম্যাচে ৪ রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান।
টস হেরে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ছিল ১৩৪ রান। সর্বোচ্চ স্কোরার ছিলেন আবদুল হাদি (৩৭) ও নুর আহমেদ (৩০)। ১০ রানে ৫ উইকেট নিয়েছেন লঙ্কান বোলার ভিনুজা রনপল। ৩৬ রানে তিনটি উইকেট পেয়েছেন স্পিনার দুনিথ ওয়াল্লালাগে।
অল্প রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আফগান বোলিং তাণ্ডবের শিকার হয় শ্রীলঙ্কা। মাত্র ৪৩ রানে তাদের পতন হয় ৭ উইকেটের। দলকে খাঁদ থেকে টেনে তোলার চেষ্টা করে অষ্টম উইকেট জুটি। দুনিথ ওয়াল্লালাগে ও রাভিন ডি সিলভার ৬৯ রানের জুটিতে জয়ের আশাও উঁকি দেয় লঙ্কান শিবিরে। কিন্তু শেষ রক্ষা হয় না। ৪৬ ওভারেই ১৩০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলাফল আফগানরা ৪ রানে জয় নিয়ে পা রাখে সেমিতে।




-20251225102258.jpg)



































