সেন্টার ব্যাক রাফায়েল ভারানেকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাউটেডের মধ্য চুক্তির বিষয়ে দুই ক্লাবই সম্মত হয়েছে। ২৮ বছর বয়সী এ ডিফেন্ডার ম্যানচেস্টার ইউনাউটেডে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম।
৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাউটেডে যাচ্ছেন ভারানে। শারীরিক পরীক্ষার পরে নতুন ক্লাবের হয়ে চুক্তিতে স্বাক্ষর করবেন ভারানে। গোল নিশ্চিত করেছে যে ভারানের ভিত্তি মূল্য ৩৪ মিলিয়ন ইউরো সঙ্গে ৭ মিলিয়ন আয়করে মোট ৪১ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে ম্যান ইউকে। এ দামে ডিফেন্ডারকে বিক্রি করেলেও ভারানের আগের ক্লাব লেন্সকে ১ মিলিয়ন ইউরো দিতে হবে রিয়ালকে।
ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার হ্যারি মাগুইরের সঙ্গে জুটি গড়বেন ভারানে।
মাদ্রিদে আরও ১ বছরের চুক্তি থাকলেও ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হননি ভারানে। মাদ্রিদের ক্লাবটিও চাচ্ছিল যে ফ্রি ট্রান্সফারে যেন কোথাও যেতে না পারে ভারানে।
এদিকে ম্যান ইউ কোচ শোলশায়ার রাইট সেন্টার ব্যাক কিনে দলকে আরও শক্তিশালী করতে চাইছেন। গত সপ্তাহে প্রীতি ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে হারের পর এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরই মধ্য বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৭৩ মিলিয়ন ইউরো দিয়ে জ্যাডন সাঞ্চোকে দলে নিয়েছেন ম্যান ইউনাইটেড।
গত মৌসুমে রিয়ালের হয়ে ৩১ ম্যাচে ২ গোল করেছেন এই ডিফেন্ডার।