• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

রিয়ালকে হারিয়ে সেমিতে বার্সেলোনা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ১০:৫৩ এএম
রিয়ালকে হারিয়ে সেমিতে বার্সেলোনা

ক্যাম্প ন্যুতে ৯২ হাজার দর্শক সমাগম ঘটেছিল বুধবার রাতে। বার্সেলোনা নারী দলকে বরণ করতে তাদের উচ্ছ্বাস, আগ্রহের কমতি ছিল না। তাদের নিরাশ করেননি অ্যালেক্সিয়া পুতেয়াসরা। ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের শুরুতেও এগিয়ে থাকার আত্মবিশ্বাসে গোল পায় তারা। ম্যাচের মাত্র ৮ মিনিটে দলকে এগিয়ে দেন মারিয়া পিলার লিওন। তবে এর মাত্র ৮ মিনিট পর সমতায় ফেরে রিয়াল। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন ওলগা কারমোনার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের মাত্র তৃতীয় মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ক্লদিয়া জরনোজার অবিশ্বাস্য এক গোলে। মাঝমাঠ থেকে জোরালো শটে চমৎকার গোল করেন তিনি। 

পিছিয়ে পড়ে খেলার গতি বেড়ে যায় বার্সেলোনার। রিয়ালের উচ্ছ্বাস থামিয়ে ম্যাচের ৫২ মিনিটে আইতানা বনমাতির গোলে সমতায় ফেরে তারা। এর তিন মিনিট পর ক্লদিয়া পিনার দলকে লিড এনে দেন।

ম্যাচের ৬২ মিনিটে দলের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড অ্যালেক্সিয়া গোল করেন। জয় একপ্রকার নিশ্চিত করা দলটিকে ৭০ মিনিটে আরও একবার গোলের আনন্দে ভাসান ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন। তাতে ৫-২ গোলের বড় জয় পায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে সেমি ফাইনালে উঠেছে তারা। আগামী ২২ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বার্সেলোনা।

Link copied!