বাংলাদেশে এসে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে তারা গুটিয়ে গিয়েছিল ৬০ রানে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয়ের কাছাকাছি গিয়েছিল তারা। প্রথম ম্যাচের ভুল থেকে ভালোই শিক্ষা নিয়েছে সফরকারীরা। সামনের ম্যাচ গুলোতেও ভালো করতে চান রাচীন রবীন্দ্র।
রবীন্দ্র বলেন, "প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে আমরা অবিশ্বাস্য উন্নতি করেছি। হয়তো উইকেট কিছুটা ভালো ছিল, কিন্তু আমরা ভালো ব্যাটিংয়ে করেছি। বিশেষ করে যেভাবে আমরা মানিয়ে নিতে পেরেছি। আমি মনে করি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা আরও বেশী প্রধান্য বিস্তার করতে পারি । আশা করি, পরের ম্যাচে আমরা আমাদের টিমের কম্বিনেশন ঠিক রাখতে পারবো এবং আশা করি একটি জয় পাবো।"
বাংলাদেশের বোলিং করা নিয়ে রাচীন বলেন, "আমি সাধারণত টি-টোয়েন্টিতে একটু খাটো লেন্থে বোলিং করার চেষ্টা করি। এটি এখানে বেশ ভাল কাজ করে। কারণ এখানে বল স্কিড বা টার্ন করতে পারে এবং বল পিচে আঘাত করেই নিচু হয়ে যায়।"
শেষের দিকে বল করেও সাফল্য পেয়েছেন রবিন্দ্র সাথে দুর্দান্ত ফিলিন্ডিং তো আছেই। তিনি বলেন, এটা দুর্দান্ত ছিল। আমি মনে করি জুটি ভাঙ্গাটা দারুণ ব্যাপার ছিল। ব্যাট হাতেও কিছু অবদান রেখেছি। টম লাথামের সঙ্গে ব্যাট করাটা দারুণ ছিল। আমরা আলোচনা করছিলাম যে খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি মনে করি এই ধরনের উইকেটে সিনিয়র কারও সঙ্গে ব্যাট করা খুবই ভালো।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।