বর্তমানে লিওনেল মেসি ও সার্জিও রামোসের নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাদের পেতে বিশাল অঙ্কের অর্থ নিয়ে বসে আছে কাতারের মালিকানাধীন ফুটবল ক্লাব পিএসজি। ইতোমধ্যে রামোসের সঙ্গে চুক্তি শেষ হলেও মেসিকে না পাওয়া পর্যন্ত স্বত্ত্বিতে নেই পিএসজি, এ কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। মেসি ও রামোসকে দলে নিতে পারলেই কি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ধরা দিবে?
লিওনেল মেসি, যার জন্মই হয়েছে মানুষকে ফুটবলে মনোযোগী হতে। যার পায়ের জাদুতে বিশ্ব মাতোয়ারা, যার নাটম্যাগ, নিখুঁত ড্রিবলিং, গোলকিপারকে বোকা বানানো বা পায়ের নিখুঁত ফ্রি কিক দেখার জন্য মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা রাতের পর রাত। তার বার্সা ছাড়ার গুঞ্জন ওঠেছিল গত ডিসেম্বরে। গুঞ্জন শোনে মেসিকে পাওয়ার আগ্রহ দেখায় বিশ্বের নামীদামী ক্লাবগুলো।
ছয়বারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলারের ৩৪ বছর বয়সেও যে পারফরম্যান্স তাতে যেকোন ক্লাবই পেতে চাইবে।
মেসিকে দলে টানার দৌড়ে এগিয়ে আছে ফ্রান্সের ক্লাব পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও মেসির সাবেক কোচ পেপ গার্দিওয়ালার ম্যান সিটি। বার্সোলোনার হয়ে মেসির চুক্তি শেষ হয়েছে গত ৩০জুন। এখন পর্যন্ত ক্লাবের হয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর না করায় ফ্রি এজেন্ট হিসেবে চলে যেতে পারবেন যেকোন ক্লাবে।
মেসির ক্লাব বার্সোলোনা বর্তমানে খেলোয়াড়দের বেতন ও আনুসাঙ্গিক সবকিছু মিলে ঋণে জর্জিত। মেসিকে দলে রাখতে চাইলে অবশ্যই বেতন কমাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। এদিকে বার্সাও মেসিকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ক্লাবের আয় কমে যাওয়ায় খেলোয়াড়দের বেতন কমাতে বাধ্য হচ্ছে বার্সা। মেসির জন্য বার্ষিক ১০ কোটি ইউরোর বেশি খরচ করার জন্য নতুন আয়ের উৎস খুঁজতে ব্যস্ত কাতালান ক্লাবটি। ফ্রি এজেন্টে দলে টেনেছে মেসির বন্ধু সার্জিও এগুয়েরো, মেম্ফিস ডেপাই ও ডিফেন্ডার এরিক গার্সিয়াকে। ক্লাব থেকেও চাচ্ছে যেন অধরা চ্যাম্পিয়নস লিগ ধরতে।
এদিকে সময়ের সেরা ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের লিজেন্ড সার্জিও রামোসের সঙ্গে মাদ্রিদ ক্লাবটির সময় শেষ হয়েছে। ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় পিএসজিতে যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। গত পরশুই সামাজিক যোগাযোগমাধ্যম উত্তপ্ত হয়ে উঠেছিল রামোসের পিএসজি-যাত্রা নিয়ে। এখনো কারও পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু নিশ্চিত করা হয়নি। তবে অনেকের মতে, এরই মধ্যে পিএসজিকে পাকা কথা দিয়ে ফেলেছেন রামোস। এখন শুধু শারীরিক পরীক্ষা দিয়ে ব্যাপারটার আনুষ্ঠানিক রূপ দেওয়া বাকি।
রামোসকে পেয়েই নাকি সন্তুষ্ট নন পিএসজি, এ কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। পিএসজি নাকি বার্সার অধিনায়কেও দলে টানতে চায়। বিশাল অঙ্কের অর্থ নিয়ে টোপ দিতে চাচ্ছে মেসিকে। কাতার মালিকানাধীন ক্লাবটিতে উচ্চ বেতন ও চুক্তি সাক্ষরের জন্য বোনাসের কথা বলে লিভারপুলের মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডাম ও ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে নিয়েছে।
এমনিতেই গত মৌসুমের মাঝপথে মেসিকে পিএসজিতে ডেকে পাঠিয়েছিলেন নেইমার। মেসির জাতীয় দলের (আর্জেন্টিনা) সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস প্রকাশ্যেই বলেছেন মেসির সঙ্গে খেলতে চান। এমনকি পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোও মেসিকে দলে চাইছেন।
ক্লাবের ক্রীড়া পরিচালক বলেন, “মেসির মতো সেরা খেলোয়াড়েরা সব সময় পিএসজির তালিকায় থাকবেন।”
বর্তমানে কোপা আমেরিকায় ভালো সময় পার করছেন মেসি। দেশের হয়ে অধরা ট্রফি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।