• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

মেসি এখন মুক্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৪১ পিএম
মেসি এখন মুক্ত

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ৩০ জুন। ফলে মেসি এখন মুক্ত বা ফ্রি এজেন্ট। এর ফলে যেকোনো ক্লাব কোনো রিলিজ ক্লজ ছাড়াই মেসিকে দলে ভেড়াতে পারবে। এতদিন মেসিকে কেনার প্রধান বাধা ছিল বার্সার দেওয়ার ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ।

চলতি বছরের জানুয়ারিতে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছিল বিশ্বের অনেক ক্লাব। এর মধ্যে ইতালির ইন্টার মিলান, ফরাসি জায়ান্ট পিএসজি ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির আগ্রহ ছিল সবচেয়ে বেশি। তখন আরো গুঞ্জন উঠেছিল, আর্জেন্টাইন এই সুপারস্টার যাচ্ছেন তার সাবেক কোচ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে।

মেসির বিষয়ে বিশ্বের অনেক ক্লাবের আগ্রহের মধ্যেও চুক্তি নবায়ন করেনি বার্সা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৬ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ক্যাম্প ন্যুতে ধরে রাখতে বার্সা আলোচনা চালিয়ে যাচ্ছে মেসির বাবা ও এজেন্ট হোর্সে মেসির সঙ্গে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা । 

এ বিষয়ে লাপোর্তা জানান, “আমরা চাই মেসি থাকুক, এমনকি মেসিও চায়। এখন সবকিছু সঠিক পথে আছে। আমাদের ফেয়ার প্লের সমস্যা আছে। উভয়পক্ষের জন্য ভালো হয় এমন উপায় আমরা খুঁজে বের করছি।” 

বার্সা সভাপতি আরো বলেন, “যখন  আমি ২০০৩ সালে সভাপতি হয়েছিলাম তখন আমরা অনেক পরিবর্তন করেছিলাম। এখন ক্লাবের সবাই অনেক বেশি উত্তেজিত।”

বার্সার ঘাড়ে ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ইউরো। এ জন্য নতুন চুক্তির ক্ষেত্রে আর্থিক অবস্থানটাও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বার্সেলোনা ফ্রি এজেন্ট হিসেবে সার্জিও এগুয়েরো, এরিক গার্সিয়া ও মেম্ফিস ডেপাইকে নিয়ে দল শক্তিশালী করেছে ।

এদিকে লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস হুশিয়ারি দিয়ে বলেছেন, “মেসি যদি বেতন না কমায় তাহলে তাকে পরের মৌসুমে খেলতে দেওয়া হবে না।”

এর আগে মেসি জানিয়েছিলেন, বেতন নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি চান প্রতিদ্বন্দ্বিতামূলক একটি দল, যেখানে তিনি সব শিরোপার জন্যে লড়তে পারবেন।

মেসি বর্তমানে তার দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলছেন। এখানে ৪ ম্যাচে তিন গোল ও ২ অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।

শোনা যাচ্ছে, মেসি বর্তমানে দেশের হয়ে খেলায় বেশী মনোযোগী এবং কোপা আমেরিকা শেষে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন। গত মৌসুমে লিগে ৩০ গোলের পাশাপাশি ৯ অ্যাসিস্ট রয়েছে মেসির, যা লিগের সর্বোচ্চ।

Link copied!