একইসঙ্গে স্প্যানিশ লা লিগার শীর্ষ দুই দল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের অধিনায়ককে দলে ভিড়িয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল পিএসজি। তবে এবার তারকাবহুল এই দলের খেলোয়াড়দের বেতন দিতে হিমশিম খাচ্ছে ফরাসি ক্লাবটি।
চলতি মৌসুমে চার ফুটবলারকে দলে ভিড়িয়েছে পিএসজি। আর্জেন্টাইন তারকা মেসি ছাড়া আরও আছেন স্পেনের সের্খিও র্যামোস, ইতালির গোলকিপার জানলুইজি ডোনারুমা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনো ওয়েনলদাম।
এই দল সাজাতেই মোট ৩০ কোটি ইউরো খরচ করতে হয়েছে পিএসজিকে। শুধুমাত্র মেসিকে কিনতে গিয়েই খরচ হয়েছে ৪ কোটি ১০ লক্ষ ইউরো।
ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর জানায়, লিয়োনেল মেসিকে কিনতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে পিএসজি। তাই জানুয়ারিতেই কোচ মৌরিসিও পচেত্তিনোকে বিদায় জানাতে হবে সাত ফুটবলারকে।
এদের মধ্যে শোনা যাচ্ছে গোলকিপার সার্জিও রিকো, তিন ডিফেন্ডার কলিন দাগবা, লেভিন কুরজাওয়া, আবদু দিয়ালো আর তারকা মিডফিল্ডার রাফিনহার নাম। এরই মধ্যে একাদশে নিয়মিত সুযোগ না পেয়ে ক্লাব ছাড়ার নোটিশ দিয়েছেন ব্রাজিলিয়ান রাফিনহা।
সিরি-আঁতে প্রথম সারির দল হলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অধরাই রয়েছে পিএসজির। এছাড়াও ট্রান্সফার মার্কেটে বড় অংকের খরচের পর আয়-ব্যায়ের হিসেবে গড়মিল হলে ব্যবস্থা নিতে পারে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই ঝুঁকি না নিয়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে পিএসজি।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































