টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনার দিনে নিজেদেরকে দারুণ আলোয় উদ্ভাসিত করল ওমান। পাপুয়া নিউ গিনির বিপক্ষে দলীয় ১০ উইকেটের জয় তো আছেই। সেই সাথে অধিনায়ক জিশান মাকসুদ গড়েছেন বিশ্বরেকর্ডও।
রবিবার (১৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের বি গ্রুপে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওমান। ১৩০ রানের দারুণ লক্ষ্য ছুঁড়ে দিলেও প্রতিপক্ষকে আটকাতে পারেনি তারা।
কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওমান। এছাড়াও প্রতিপক্ষকে ১৩০ রানের ভেতর আটকে রাখতে বড় ভূমিকা ছিল ওমান অধিনায়ক জিশান মাকসুদের। ম্যাচে ২০ রানে প্রতিপক্ষের ৪ উইকেট নিয়ে ম্যচের সেরা বোলার তিনি। এছাড়া চার উইকেট নেয়ার মাধ্যমে তিনি নিজের ঝুলি পূর্ণ করলেন নতুন রেকর্ডে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং ফিগার ছিল ড্যানিয়েল ভেট্টোরির। ভারতের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ১৪ বছর পর তার রেকর্ডে ভাগ বসিয়েছেন ওমান অধিনায়ক জিশান।
