• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভারত নয়, বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাত 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৪৮ পিএম
ভারত নয়, বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাত 

ভারতে করোনা মহামারীর হার না কমায় শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে আরব আমিরাতে নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে নিশ্চিত করেছে আয়োজকরা। 

মে মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও বোর্ড সভাপতি সৌরভ গাঙুলি জানিয়েছিলেন, তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান না তিনি। করোনা পরিস্থিতি জুন মাসেও খারাপ থাকায় শেষ পর্যন্ত ভারত থেকে আয়োজন সরে যাচ্ছে। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

সূচী এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, প্রথম রাউন্ডের ম্যাচগুলো ওমানে আয়োজন করা হতে পারে। আটটি দেশ দ্বিতীয় রাউন্ডে সরাসরি উঠে গেলেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডকে খেলতে হবে প্রথম রাউন্ডে। সেখান থেকে দুটি করে দল দুই গ্রুপে যোগ দিবে। আর আটটি দেশের ভেতর আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও ভারত। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী অক্টোবরের মাঝামাঝি শুরু হয়ে ১৪ নভেম্বরে শেষ হবে।

Link copied!