• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

ভারতের কোচ হলেন রাহুল দ্রাবিড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১১:১৩ পিএম
ভারতের কোচ হলেন রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়

গুঞ্জনই সত্যি হলো। বিরাট কোহলিদের কোচ হতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। বুধবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হয়ে যাচ্ছে বর্তমান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ। তারপরই ভারতীয় পুরুষ দলের দায়িত্ব নিচ্ছেন কিংবদন্তি এই ক্রিকেটার। 

বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল, শাস্ত্রীর সঙ্গে চুক্তি নবায়ন করবে না তারা। এরপরই গুঞ্জন শুরু হয়, কে হবেন ভারতের পরবর্তী কোচ? সে সময়ই ঘুরে ফিরে দ্রাবিড়ের নাম আসছিল। বিসিসিআই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের শেষ দিন দরখাস্ত করেন দ্রাবিড়। 

এর আগেই অবশ্য ভারতীয় গণমাধ্যমকে খবর এসেছিল, কোচ হতে দ্রাবিড়কে নাকি অনুরোধ করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। আইপিএলের ফাইনালের দিন গাঙ্গুলী ও বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বসেছিলেন দ্রাবিড়ের সঙ্গে। সেই আলোচনায় নাকি দ্রাবিড় কোচ হতে সম্মতি দিয়েছিলেন।

বিশ্বকাপের পরই ভারত সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ওই সিরিজ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হবে কোচ হিসেবে দ্রাবিড় অধ্যায়। এই সিরিজেই টি-টোয়েন্টিতে ঘটতে যাচ্ছে কোহলি-পরবর্তী অধ্যায়। আগেই কোহলি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন তিনি।  

এদিকে এক বিবৃতিকে দ্রাবিড় বলেছেন, “মি. শাস্ত্রীর অধীনে দল দারুণ করেছে। এই দলকে নিয়েই কাজ করে দলটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।”

বর্তমান ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। এর আগে তার অধীনে বিশ্বকাপ জিতেছে ভারতের যুব দল।

Link copied!