টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ড। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে টস জিতে কোহলিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছে। তাই আজ জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।
দুই দলের সর্বশেষ ৫ দেখায় সবগুলো ম্যাচই জিতেছে ভারত।
ভারতের একাদশ
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঈশান কিশান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের একাদশ
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ঈশ সোধি ও ট্রেন্ট বোল্ট।