• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

বড় লিডের পথে বাংলাদেশ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৩৯ পিএম
বড় লিডের পথে বাংলাদেশ 

হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যেকার একমাত্র টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও সাদমান ইসলামের পঞ্চাশ পেরোনো জুটিতে বড় সংগ্রহের দিকে আগাচ্ছে টাইগাররা। দিনের শুরুতে ব্যাটসম্যানরা লিড বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্য ভালোই খেলছে। সাইফ হাসান (২৯*) ও সাদমান ইসলাম (৩১*) রানে লিড বেড়ে দাঁড়িয়েছে ২৫৬*। 

এর আগে টেস্টের তৃতীয় দিনে সাকিব ও মিরাজের স্পিন ঘূর্ণিতে ১৯২ রানের লিড পেয়েছে টাইগাররা। আফ্রিকান দলটির সংগ্রহ সব উইকেট হারিয়ে ২৭৬। দুই স্পিনার মিরাজ ও সাকিবের শিকার ৯ উইকেট। মিরাজ নেন ৫টি ও সাকিব ৪টি। এছাড়া তাসকিন আহমদের ঝুলিতে গেছে ১টি উইকেট। 

তৃতীয় দিনে ১ উইকেটে ১১৪ রানে শুরু করা জিম্বাবুয়ে ভালোই খেলছিলেন কাইতান ও ব্রেন্ডন টেলর।  

তাদের ১১৩ রানের জুটি চোখ রাঙ্গাচ্ছিল বাংলাদেশকে। তখনই ত্রাতা হয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে স্কয়ার লেগে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে টেইলর করেন ৮১ রান। ইনিংসের ৮০তম ওভারে সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন ২৭ রান করা মায়ার্স। সাকিবের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিওর ফাঁদে পড়ে শূন্য রানে আউট হন মারুমা। 

এরপর ইনিংসের ৮৮তম ওভারে তাসকিনের অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে রানের খাতা খোলার আগেই আউটের শিকার হন কাইয়া। এরপরই আর কেউ দাঁড়াতে পারেনি। লেজের ব্যাটসম্যানদের দ্রুত আউট করে লিড বাড়িয়ে নেয় বাংলাদেশ। 

জিম্বাবুয়ের ২৭৬ রানের মধ্যে সর্বোচ্চ রান এসেছে কাইতানোর ব্যাটে। ৯ টি চারের মাধ্যামে তিনি করেন ৮৭ রান। 

এর আগে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৫০* রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া লিটন দাসের ৯৫, তাসকিনের ৭৫, মুমিনুল হকের ৭০ রানে ভর করে এ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Link copied!