• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

বাংলাদেশকে পাত্তাই দিল না উজবেকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৭:১২ পিএম
বাংলাদেশকে পাত্তাই দিল না উজবেকিস্তান

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জালে অর্ধেক ডজন গোল দিয়েছে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দল। এর ফলে টানা দুই ম্যাচ হারল দেশের ফুটবলে অন্যতম সেরা কোচ মারুফুল হকের দল।

শুরু থেকেই বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে উজবেকিস্তান। ফলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। ১৩ মিনিটের মধ্যে চার গোল দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় উজবেকিস্তানরা। ৪-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। 

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ফলে ৬-০ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় মারুফুলের দলকে।  

প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

মঙ্গলবার (২ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে বাংলাদেশ।

Link copied!