শুরুর দুই ম্যাচ হেরে খাদের কিনারে ভারত। পা হড়কালেই বিপদ। সেমি ফাইনালের দৌড়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বিরাট কোহলির দলটি। আজ নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠ নেমেছে ভারত। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক কোহলি।
বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে যায় ভারত। তবে তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে আসরে এখনও টিকে আছে তারা। সেমি ফাইনালে যেতে আজকের ম্যাচে বড় জয় পেতে হবে। সেই সঙ্গে পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষেও বড় ব্যবধোনে জিততে হবে। পাশাপাশি নিউজিল্যান্ড যাতে তাদের পরের ম্যাচে না জেতে সেই প্রার্থনাও করতে হবে। ভারতের মেসির সম্ভাবনা বেঁচে আছে কেবল রানরেটের সমীকরণে।
ভারতী দলে একটি পরিবর্তন এসেছে। শার্দুল ঠাকুরের বদলে দলে এসেছেন বরুন চক্রবর্তী।
ভারতীয় একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, যসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী।
স্কটল্যান্ড একাদশ : জর্জ মুনসে, কাইল কোয়েতজার (অধিনায়ক), কলাম ম্যাকলিওড, রিচি বেরিটংটন, মাইকেল লিস্ক, ম্যাথু ক্রস, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সাফইয়ান শরিফ, অ্যালাসডায়ার ইভান্স, ব্র্যাড হোয়েল।