• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:২০ পিএম
ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (৬ জুলাই) ভোরে নেইমারের জাদুতে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পায় ব্রাজিল।ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে জয়ী দল। 

কোপার গত আসরের ফাইনালে এই পেরুকে হারিয়েই শিরোপা জিতেছিল নেইমারের ব্রাজিল। এবার তারা সেমি ফাইনালে আবারও পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের মুখোমুখি দেখায় ব্রাজিল ম্যাচটি জিতেছিল ৪-০ গোলে।  

পেরুর বিপক্ষে ম্যাচ জিতে আর্জেন্টিনাকে ফাইনালে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নেইমার। তিনি বলেন, “দেখুন, আমি আর্জেন্টিনার সমর্থক। সেমি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদেরই সমর্থন দেব। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।”

প্রতিপক্ষ যেই হোক না কেন নেইমারের চাওয়া সে ম্যাচে জয়। তিনি বলেন, “ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!” 

কোয়ার্টারের মত সেমিতেও পাকোতার গোলে ম্যাচ জেতে ব্রাজিল। পাকোতা সম্পর্কে নেইমার বলেন বলেন, “পাকোতা দুর্দান্ত এক খেলোয়াড়। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে সদ্যই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছে ফ্রান্সে। প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।“ 

Link copied!