প্রথমবারের মতো পুরুষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হয়ে ইতিহাস গড়লেন সারা টেইলর। আসন্ন আবু ধাবি টি-১০ লিগের আবু ধাবি দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ড নারী দলের এই উইকেটকিপার কাম ব্যাটার। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১৯ নভেম্বর।
টেইলর এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলের সঙ্গে প্রথম মহিলা বিশেষ কোচ হিসাবে কাজ করেছেন। গত মার্চে টেইলরকে কোচ হিসেবে দায়িত্ব দেয় সাসেক্স। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের লম্বা ইতিহাসে ছেলেদের মূল দলে প্রথম মেয়ে বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়েন তিনি।
সারা তার ব্যাপারে এই সিদ্ধান্তকে যুগান্তকারী মনে করেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত মেয়েদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সারা বলেন, “বিশ্বের নানা প্রান্তের খেলোয়াড় এবং ক্রিকেটাররা এই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে আসেন। আমার ভাবতে ভালো লাগবে যদি কোনো তরুণী বা মহিলা আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে ভাবেন এখানে তাদের সুযোগ আছে এবং তারা এটার জন্য তৈরি হন।”