• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৪:৩০ পিএম
পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : কোহলি

কয়েক ঘণ্টা পরই প্রত্যাশিত সেই লড়াই—ভারত-পাকিস্তান মহারণ। চিরবৈরী দুই দেশের দ্বৈরথ সবসময় ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। এই ম্যাচ নিয়ে স্নায়ুচাপে ভোগের দুই দলের খেলোয়াড়রাও। 

বিশ্বকাপের ভারত পাকিস্তানের ম্যাচ মানে ভারতের জয়। অন্তত বিগত দিনের রেকর্ড তাই বলে। দুই সংস্করণের বিশ্বকাপ মিলিয়ে ১২ বারের দেখায় ১২ বারই জিতেছে ভারত। এম রেকর্ড নিয়েও পাকিস্তানকে হালকা ভাবে নিচ্ছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোহলি বলেন, “পাকিস্তানের কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন, যারা নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। সুতরাং তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা শক্ত প্রতিদ্বন্দ্বী। তদের হারাতে আমাদের সেরাটা খেলতে হবে।”

বিশ্বকাপে ভারতের রেকর্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছে। টুর্নামেন্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে ভারতের অপরাজেয় থাকার রেকর্ড নিয়ে অবশ্য পড়ে তাকতে চান না কোহলি। তার কথায়, “আমি রেকর্ডে বিশ্বাস করি না। প্রত্যেক দিনই নতুন দিন, যেখানে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে পাকিস্তান বা অন্যকোনো দলতে হারানোর জন্য।”

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক, “সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত। আমাদের কয়েকজন সেরা খেলোয়াড় আছেন, যারা যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট। সব মিলিয়ে আমরা যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল।” 

Link copied!