• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও থাকবেন না কোহলি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৫:৫৫ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও থাকবেন না কোহলি?
বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে রাখা হয়নি বিরাট কোহলিকে। মূলত টানা খেলার ধকল সামলাতে কোহলিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি। এদিকে টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, টেস্ট স্কোয়াডেও থাকবেন না কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত সফর করতে নিউজিল্যান্ড দল। সিরিজে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং ২টি টেস্ট খেলবে তারা। যদিও এখনো টেস্ট দল ঘোষণা হয়নি, তবু ভারতীয় এই পত্রিকাটির দাবী কোহলিসহ কয়েকজন সাদা পোশাকের নিয়মিত ক্রিকেটারকে দেখা যাবে না নিউজিল্যান্ডের বিপক্ষে।

দীর্ঘদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘ ইংল্যান্ড সফর শেষে আইপিএল, এবং তার পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ—সব মিলিয়ে ক্লান্তি ভর করেছে ভারতীয় দলে। যার প্রভাব পড়েছে বিশ্বকাপে তাদের পারফরম্যান্সেও। সেই ক্লান্তি থেকে মুক্তি দিতে কোহলি, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও ঋশভ পান্তকে টেস্ট স্কোয়াডের বাইরে রাখা হবে। এর মধ্যে পান্ত অবশ্য টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন। কোহলির অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে ভারতীয় টেস্ট দরকে নেতৃত্ব দিতে পারেন রোহিত বা আজিঙ্কা রাহানে। 

এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, "যেসব খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন, তারা বাড়িতে পারিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তারা বিশ্রাম নিতে পারবেন। তাদের সেখানে ৩ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এই মুহূর্তে জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে গেলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ থাকবে না। তাই কোহলিসহ যারা এখন পরিবারের সঙ্গে সময় কাটাবেন, তারা কিউইদের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না। 

Link copied!