• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

নতুন সূচিতে হবে অস্ট্রেলিয়া-উইন্ডিজের ম্যাচ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৬:৩০ পিএম
নতুন সূচিতে হবে অস্ট্রেলিয়া-উইন্ডিজের ম্যাচ 

করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্থগিত হয়েছিল। কোভিড পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসায় স্থগিত হওয়া ম্যাচটি আবার মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। স্থগিত ম্যাচটিসহ বাকি ম্যাচও এখন নতুন সূচিতে অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘সিরিজের তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অংশ। শুক্রবার সন্ধ্যায় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বৈঠকে সিরিজের বাকি দুই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দুটি ২৫ জুলাই ও ২৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হবে। এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) এবং সোমবার (২৬ জুলাই) দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে রয়েছে। 

ওয়ানডে ম্যাচ শেষে অস্ট্রেলিয়া আগামী বৃহস্পতিবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!