• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

দেশে ফিরলেই শাস্তি ভারতীয় টেনিস তারকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৩:০০ পিএম
দেশে ফিরলেই শাস্তি ভারতীয় টেনিস তারকার

অলিম্পিকে ভারত জাতীয় দলের প্রধান কোচ সৌম্যদীপ রায়কে উপেক্ষা করেছেন টেনিস তারকা মণিকা বাত্রা। এ জন্য তার কড়া শাস্তি হতে পারে বলে জানিয়েছে সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থার সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়।

শোনা যাচ্ছে, সৌম্যদীপকে উপেক্ষা করে নিজের ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জপের জন্য বিশেষ কার্ড চেয়েছিলেন মণিকা। যাতে ম্যাচের সময় সন্ময় তার সঙ্গে থাকতে পারেন। কিন্তু ২২ জুলাই পর্যন্ত তার আবেদন মেনে না নেওয়ায় প্রথম রাউন্ডের ম্যাচে সৌম্যদীপকে ছাড়াই খেলেছিলেন মণিকা। তবে ২৫ জুলাই মণিকার খেলার সময় উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত প্রশিক্ষক সন্ময়। ম্যাচের সময় গ্যালারিতে বসেই ২৬ বছরের তরুণীকে নির্দেশনা দেওয়ার ছবি টেলিভিশনে সেই ছবি ধরা পড়েছে।

অলিম্পিকের আসরে ব্যক্তিগত প্রশিক্ষক নিয়ে যাওয়ার বিধান আছে। কিন্তু ২৬ বছরের দিল্লির এই অ্যাথলেট যে অলিম্পিকের মঞ্চে জাতীয় দলের প্রশিক্ষককে অপমান করে বসবেন, তা বুঝতে পারেননি কর্তারা। সচিব বলেন, “সবাই ভেবেছিল মণিকা পদকের দাবিদার বলে আমরা মুখ বুজে বসে আছি। ব্যাপারটা আদৌ তেমন নয়। দেশের কাছে সকলেই সমান। সেটা ওর মাথায় রাখা উচিত ছিল।”

কোচকে অপমান করা নিয়ে মঙ্গলবার আনন্দবাজার অনলাইনকে টেলিফোনে অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অলিম্পিকের আসরে ব্যক্তিগত কোচ নিয়ে যাওয়া কোনও নতুন ঘটনা নয়। কিন্তু মণিকা যেভাবে জাতীয় দলের কোচকে উপেক্ষা করেছে, সেটা মোটেই ভদ্রতা নয়। আমাদের সবার কাছে এটা খুব দৃষ্টিকটু ও অস্বস্তিকর। দেশের একজন প্রথম সারির ক্রীড়াবিদের কাছ থেকে এমন আচরণ শোভা পায় না। জাতীয় কোচকে অপমান করা মানে দেশকে অপমান করা।”

অরুণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মণিকার দাবি, সৌম্যদীপ নাকি সুতীর্থা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত কোচ! তাই ও সৌম্যদীপের কাছে অনুশীলন করতে চায় না। এটা বোকা বোকা যুক্তি ছাড়া আর কিছু নয়। আমরা ৩১ জুলাই দেশে ফিরছি। আগস্টের প্রথম সপ্তাহে অলিম্পিকের পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসব। সেখানে সবার আগে এই বিষয় নিয়ে আলোচনা হবে। দলের ম্যানেজার এম পি সিংহ ও কোচ সৌম্যদীপ এই বিষয়ে রিপোর্ট দেবেন। তারপর মণিকার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত সংস্থা নেবে।”

মণিকার শাস্তি নিয়ে তিনি আরও বলেন, “মণিকার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে সেটা আমার পক্ষে টোকিও থেকে বলা সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি যে, আমরা কোনও অশোভন আচরণ মেনে নেব না।”
 

Link copied!