হারারেতে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশ সময় সাড়ে ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অঘোষিত ফাইনালের এ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে পরিবর্তন। মেহেদী হাসানের জায়গায় আজ মাঠে নামছে বোলার নাসুম আহমেদ। চোটের কারণে দলে নেই পেসার মুস্তাফিজুর রহমান ও ওপেনার লিটন দাস।
বাংলাদেশের একাদশ
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দীন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এর আগে সৌম্য সরকারের অলরাউন্ডিং নৈপুণ্য প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২৩ রানের জয়ে সমতায় ফেরে জিম্বাবুয়ে।