• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টসে নেমেই মাহমুদউল্লাহর ‘১০০’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:৫৫ পিএম
টসে নেমেই মাহমুদউল্লাহর ‘১০০’

রেকর্ডের খাতায় নতুন করে পাতা যুক্ত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে নেমেই অনন্য এক রেকর্ড গড়লেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন ‘পঞ্চপাণ্ডবের’ অন্যতম এই সারথি।

দেশের হয়ে এ রেকর্ডের পাশাপাশি বৈশ্বিকভাবেও রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার সেঞ্চুরি করলেন তিনি। 

ক্রিকেটের ছোট ফরম্যাটে দেশের হয়ে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালের ১ সেপ্টেম্বর। এর ১৪ বছর পর খেলে ফেললেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ।

অবশ্য অভিষেকের পর বেশীরভাগ ম্যাচেই ছিলেন তিনি। অভিষেকের পর ১০৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ আর ৯৯টি তেই ছিলেন রিয়াদ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টানা সর্বোচ্চ ৫৪ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। 

এই সংস্করণে সবচেয়ে বেশি (৩৭) ক্যাচ ধরার রেকর্ড তার। পাশাপাশি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ও তার দখলে। মাহমুদউল্লাহর অধীনে ২৪ ম্যাচে ১২ জয় বাংলাদেশের।

দেশের হয়ে ৯৯ ম্যাচে ৫ ফিফটিতে ১৭০২ রান করেছেন মাহমুদউল্লাহ। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যারা

১। মাহমুদউল্লাহ— ৯৯ ম্যাচ
২। মুশফিকুর রহিম— ৮৮ ম্যাচ
৩। সাকিব আল হাসান— ৮৬ ম্যাচ
৪। তামিম ইকবাল—৭৮ ম্যাচ (৪ ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে)
৫। সৌম্য সরকার— ৬১ ম্যাচ

Link copied!