• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ক্রিকইনফোর মতে বাজে আচরণের রাজা সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৩৯ পিএম
ক্রিকইনফোর মতে বাজে আচরণের রাজা সাকিব

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাজে আচরণের রাজা বললো ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

বর্ণময় ক্যারিয়ারে সুনাম কুড়ানোর পাশাপাশি অনেক বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করা, আউট না দেওয়ায় স্টাম্প উপড়ে আছাড় দেওয়া, লাথি দিয়ে স্টাম্প ভাঙার মত ঘটনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান, যা ক্রিকেট বিশ্বে বহুল আলোচিত ঘটনা।

জুয়াড়ির কথা কর্তৃপক্ষকে না বলায় দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। রেগে মাঠ থেকে বের হয়ে যাওয়া, নিদহাস ট্রপিতে খেলোয়ারদের মাঠ থেকে বের হয়ে আসতে বলা, ভক্তদের পিটানোর মতো ঘটনাও ঘটেছিল সাকিবের সঙ্গে।

ক্রিকইফোর মতে, যদি বিশ্ব খারাপ আচরণের জন্যে কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তবে সেটা সাকিবের প্রাপ্য। তবে এই পুরস্কার তাকে দেওয়া মাত্রই তিনি এটা বাইরে ফেলে দিবেন।

এদিকে জৈব বলয় সুরক্ষা না মানার জন্য শ্রীলংকার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা ও ধানুস্কা গুনাতিলাক্কাকে ইংল্যান্ড সফর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে মেন্ডিসকে মার্কেটে সিগারেট খেতে দেখা যায়। 

Link copied!