• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

করোনার মধ্যে টেস্ট খেলবেন না মোস্তাফিজ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:১৪ পিএম
করোনার মধ্যে টেস্ট খেলবেন না মোস্তাফিজ 

ক্রিকেটের তিন ফরম্যাটের জন্যেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এ চুক্তিতে স্থান পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। কিন্তু তিন ফরম্যাটেই নতুন চুক্তিতে রাজি নন মোস্তাফিজুর রহমান। করোনাকালে টেস্ট ক্রিকেট খেলতে চান না কাটার মাস্টার এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে আকরাম খান বলেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যত দিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।’

পারফরম্যান্সের মাধ্যমে কোনো ক্রিকেটার চাইলে এক দল থেকে অন্য দলে যেতে পারবে জানিয়ে আকরাম খান জানান, ‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়াড়দের ভেতর অনুপ্রেরণা কাজ করে। টি-টোয়েন্টি থেকে ওরা যদি টেস্টে যায়, তাহলে পারিশ্রমিক অনেক বেশি। কেউ যদি ওয়ানডেতে যায়, তখনো বেশি। এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য সংস্করণে চলে আসে।’ 

এবারের চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ছে জানিয়ে আকরাম খান বলেন, ‘যতগুলো ক্যাটাগরি আছে আমরা ১৫ থেকে ৩৫ শতাংশ বাড়িয়েছি।’

তিন সংস্করণের চুক্তিতে আছেন

মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে 

তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

ওয়ানডে ও টি-টোয়েন্টি

মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, আফিফ হোসেন।

টেস্ট

মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরি, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরি।

টি-টোয়েন্টি

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

Link copied!