• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ ইংল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৮:০০ পিএম
ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ ইংল্যান্ডের

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ক্যারিবিয়দের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংলিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভের ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে ইংলিশরা। টুর্নামেন্টের ফেভারিট দল হলেও আন্তর্জাতিক টি২০-তে ম্যাচ জয়ের হিসেবে গেইল-ব্রাভোদের থেকে পিছিয়ে আছে ইয়ন মরগানের দল।

এমনকি বিশ্বকাপে পাঁচবারের দেখায় একবারও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি ইংল্যান্ড। বিশেষ করে ২০২১ সালের এই টুর্নামেন্ট স্মরণ করিয়ে দিচ্ছে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি। 

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে ১৯ রানের প্রয়োজন হলে ৪টি ছক্কা হাঁকিয়ে ইংলিশদের স্বপ্নভঙ্গ করেন ক্যারিবিয় অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েইট। এরপর ওয়েস্ট ইন্ডিজ আরও একটি টি২০ শিরোপা ঘরে তুললেও ইংল্যান্ড ২০১০ সালের শিরোপা নিয়েই সন্তুষ্ট ছিল।

এবার বেন স্টোকস দলে না থাকলেও মইন আলি আর ক্রিস ওকসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওভারের বিশ্বকাপের পর টি২০ শিরোপাও ঘরে তুলতে মরিয়া ইয়ান মরগান।

আর সেই ব্র্যাথওয়েইট এবার দলে না থাকলেও টি২০ স্পেশালিস্ট ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোকে নিয়ে ইংলিশদের প্রতিরোধে প্রস্তুত কাইরন পোলার্ড।
 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, লেন্ডল সিমনস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, ওবেদ ম্যাকয় ও রবি রামপল।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্ট, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান, মইন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

Link copied!