• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভারতের বিপক্ষে এক যুগ পর সিরিজ জিতল শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১১:৪০ এএম
ভারতের বিপক্ষে এক যুগ পর  সিরিজ জিতল শ্রীলঙ্কা

বৃহস্পতিবার (২৯ জুলাই) ছিল ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে একেবারে ধসিয়ে দিয়ে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা। এ জয়ে সফরকারী দলটির বিপক্ষে ১৩ বছর পর সিরিজ জিতল শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসায় তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে পড়ে ভারত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাকের শিকার হন শিখর ধাওয়ান। বোলিংয়ে শ্রীলঙ্কার এতটাই আধিপত্য ছিল যে ভারতের সর্বোচ্চ জুটি ছিল মাত্র ১৯ রানের। তা-ও আবার দুই বোলার ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদবের মধ্য। সফরকারী দলটির হয়ে অপরাজিত সর্বোচ্চ ২৩ রান করেন কুলদীপ যাদব। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের স্কোরবোর্ডে ওঠে ৮১ রান। টি-টোয়েন্টিতে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দো হাসারাঙ্গা। এ ছাড়া দাসুন শানাকার ঝুলিতে যায় দুটি উইকেট। 

সিরিজ জয়ের লক্ষ্যে ছোট রান তাড়া করতে নেমে ধীরগতির শুরু পায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লের শেষ বলে আভিস্কা ফার্নান্দোর উইকেট হারায় স্বাগতিক দলটি। চাহারের কট অ্যান্ড বোলে ১২ রানে সাজঘরে ফেরেন তিনি। এত ছোট লক্ষ্যে অবশ্য ভারতীয় বোলাররা আধিপত্য বিস্তার করতে পারেনি। ফলে ৩৩ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জিতে ১-০ তে এগিয়ে যায় ভারত। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ জিতে এক যুগ পরে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে শ্রীলঙ্কা। ৮টি সিরিজ পরে টি-টোয়েন্টি সিরিজে হারের মুখ দেখল ভারত।

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন দুর্দান্ত বোলিং করা হাসারাঙ্গা। 

Link copied!