এবারের আইপিএলের প্রথম ধাপে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান ছিল টেবিলের সপ্তম স্থানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত প্রতাবে ম্যাচ জিতে পৌঁছেছেন স্বপ্নের ফাইনালে। আজ (শুক্রবার, ১৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবের কলকাতা। এ ফাইনালেও কি তুরুপের তাস হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ভারতে বাংলা ভাষাভাষীর বেশির ভাগ লোকই থাকেন কলকাতায়। অথচ তাদের দলে বাংলায় কথা বলে এমন খেলোয়াড় আছে মাত্র একজন। তা-ও তিনি কলকাতার নন, তিনি হচ্ছেন বাংলাদেশি। এদিকে ফাইনালে কলকাতার দলে যদি কোনো চোটসংক্রান্ত কারণ না থাকে তাহলে তিনজন তামিলের খেলোয়াড় নিয়ে মাঠে নামবে তারা।
কলকাতার দলে একমাত্র বাঙালি হিসেবে টানা কয়েক ম্যাচ ধরেই খেলছেন সাকিব। শুধু খেলছেন বললে অবশ্য একটু কম হয়ে যাবে। আসলে ম্যাচ জেতার জন্য যথেষ্ট অবদান রাখছেন দলে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। বল হাতে যদিও উইকেট পাচ্ছেন না, তবে রান আটকে রাখার কাজটা নিয়মিতই করে যাচ্ছেন তিনি।
আজ ফাইনাল ম্যাচে যদি সুযোগ পান তবে কি তুরুপের তাস হতে পারবেন সাকিব। তা দেখার জন্য অবশ্য দর্শককে বেশি একটা সময় অপেক্ষা করতে হবে না।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ 
শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরণ চক্রবর্তী ও শিবম মাভি।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ 
ঋতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসিস, রবিন উত্থাপ্পা, মঈন আলী, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হেজেলউড।
 
                
              
 
																                   
                                                         
                                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































