আবুধাবিতে বিশ্বকাপের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়দের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পড়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে দুই দলের ছয় দেখায় সবগুলো ম্যাচই জিতেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, শামীম হোসাইন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাদাবা, কেশভ মাহরাজ, এনরিচ নরকিয়ে ও তাব্রাইজ শামসি।