প্যারিসে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রিকার্ভ নারী এবং পুরুষ এককে হতাশাজনক ফলাফল ছিলো বাংলাদেশের। তবে এর মধ্যে থেকেও সুসংবাদ আনলেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী। গতকাল সোমবার আর্চারি ফেডারেশন জানিয়েছে, দিয়া সিদ্দিকী টোকিও অলিম্পিকে আমন্ত্রিত প্রতিযোগীদের মধ্যে আছেন।
২০১৯ সালের রিকার্ভ পুরুষ ইভেন্টে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আলোচনায় এসেছিলেন রোমান সানা। সেই ফলাফলের রেশ ধরে এবারও টোকিও অলিম্পিকের কোটা নিশ্চিত করেছেন তিনি। এবার সাড়া বিশ্ব থেকে চারজন নারী আর্চারকে টোকিওতে আমন্ত্রণ জানিয়েছে আর্চারি ফেডারেশন। প্যারিসে বিউটি রায় এবং মেহনাজ আক্তার মুনিরা প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও পাননি কাঙ্ক্ষিত ফলাফল। সব মিলিয়ে আমন্ত্রিত হয়েই টোকিও অলিম্পিকে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন দিয়া।
দিয়ার সুসংবাদের ফলে এবার টোকিও অলিম্পিক আর্চারির দুটি ইভেন্টে প্রতিযোগিতা করবে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ এককে থাকবেন রোমান সানা এবং নারী এককে থাকবেন দিয়া সিদ্দিকী। দুজনে সর্বশেষ সুইজারল্যান্ডে আয়োজিত আর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্রের দ্বৈতে রৌপ্য জয় করে আলোচনায় এসেছিলেন।